দেবহাটায় ক্ষমতাসীন দলের দুই গ্রুপে সংর্ঘষ: :আহত ১০: ১৪৪ ধারা জারি

ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা: দেবহাটায় ক্ষমতাসীন সরকার দলীয় দুই গ্রুপের অভ্যান্তরীন কোন্দল কেন্দ্রিক মঙ্গলবার দিনভর হামলা-পাল্টা হামলা, সংঘর্ষ ও আহতের ঘটনায় উপজেলাব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন উপজেলাব্যাপী সকল সভা-সমাবেশ,আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা আরোপ সহ ১৪৪ ধারা জারি করেন। পাশাপাশি উপজেলা ব্যাপী দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রন সহ জননিরাপত্তা নিশ্চিতে উপজেলার সখিপুর মোড়, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মোড়, পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বর সহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এঘটনায় দেবহাটা জুড়ে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, ক্ষমতাসীন সরকার দলীয় দুই গ্রুপের অভ্যান্তরীন কোন্দল কেন্দ্রিক মঙ্গলবার দিনভর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, সখিপুর মোড় ও পারুলিয়াতে একাধিকবার হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের বাবা শামছুর রহমান খোকন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ফয়জুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আফিফ, ছাত্রলীগ নেতা রনি আহমেদ সহ দু’গ্রুপের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ব্যপারে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, জননিরাপত্তা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে ঝুকিপুর্ন এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি। ##

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।