নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সকে ব্যবসায়ীদের স্বার্থে সচল করতে হবে: এমপি রবি

ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা:  : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় চেম্বার অব কমার্স ভবনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। ব্যবসায়ীদের স্বার্থে সাতক্ষীরা চেম্বার অব কমার্সে প্রাণ চঞ্চল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের স্বার্থে এবং চেম্বার অব কমার্সের সদস্যদের স্বার্থে সকল দ্বন্দের অবসান ঘটাতে হবে। উন্নয়নের নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সকে ব্যবসায়ীদের স্বার্থে সচল করতে হবে: এমপি রবিস্বার্থে মিলে মিশে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল সমস্যার সমাধান করে নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সকে সচল ও কর্মমূখী করতে হবে।’
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ-সভাপতি কাজী কামরুজ্জামান মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল মান্নান, শেখ আবুল বাশার পিয়ার, মো. সহিদুল হোসেন, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল-মামুন, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম, আসাদুজ্জামান সেলিম, শেখ শাহীনুর রহমান বাবু প্রমুখ।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।