জেলা পুলিশের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সম্পর্কিত সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

ক্রাইমর্বাতা রির্পোট:    এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সম্পর্কিত সচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। আজ সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সসহ পাশ^বর্তী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যালীতে অংশগ্রহণ করে পুলিশ সুপার প্রশাসন ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ উদ্দীন, অতিক্তি পুলিশ সুপার কালিগঞ্জ জামিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার তালা হুমায়ন কবীর, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ লাইন্স বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সম্পর্কিত সচেতনতা নিজ দায়িত্ববোদ থেকে গড়ে তুলতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে, একই সাথে সাতক্ষীরার জনসাধারণের প্রতি সকলকে সচেতন হওয়ার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধে ডাক্তারের পরামর্শ মেনে চলতে আহবান জানান।

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।