জেলায় ১২২ জন ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালে ভর্তি ৪৩

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা ও বিশুদ্ধ খাদ্য সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা ও বিশুদ্ধ খাদ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সুলতানপুর বড়বাজারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী প্রমুখ।
বক্তারা এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একই সাথে আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে সকল ব্যবসায়ীদের ভেজাল মুক্ত বিশুদ্ধ খাদ্য বিক্রির আহবান জানান।
এদিকে, আজ শনিবার পর্যন্ত সাতক্ষীরা জেজেলায় ১২২ জন ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালে ভর্তি ৪৩লায় ১২২ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। সিভিল সার্জন ডাঃ আবু শাহিন জানান, তাদের মধ্যে ৪৩ জন এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন আরও জানান, চিকিৎসাধীন রোগীরা এখন আশংকামুক্ত।

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।