শিং আকৃতির টিউমারে আক্রান্ত কলারোয়ার সেই শরিফার পাশে ডিসি মোস্তফা কামাল

ক্রাইমবার্তা রিপোটঃনিজস্ব প্রতিনিধি: মাথায় বিরল শিং আকৃতির টিউমার রোগে আক্রান্ত ৮বছরের শিশু কলারোয়ার শরিফা খাতুনের টিকিৎসার বর্তমান অবস্থা, পরবর্তী চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সম্প্রতি দৈনিক পত্রদূতে শিশুটির শারীরিক অবস্থা ও পারিবারিক অসহায়ত্ব নিয়ে প্রকাশিত সচিত্র প্রতিবেদন নজরে আসায় ডিসি মোস্তফা কামাল অসহায় শিশুটির স্বজনদের খোঁজ নেন। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শিশু শরিফা ও তার পিতা-মাতা সাক্ষাত করতে গেলে ডিসি মোস্তফা কামাল শিশুটির প্রতি সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি শরিফার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদনপত্র তাৎক্ষণিক প্রেরণের ব্যবস্থা নেন। শিশু শরিফাকে সাথে নিয়ে তার পিতা আশরাফুল ইসলাম ও মাতা ফাহিমা খাতুনের সাথে আলাপচারিতার সময় তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক শফিকুর রহমান ও হোসেন আলী, সাংবাদিক আকরামুল ইসলাম প্রমুখ।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।