র‍্যাবের তিন সদস্যসহ পাঁচজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ক্রাইমবার্তা রিপোটঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আজ সকালে কুমিল্লা র‌্যাব-১১-এর সদস্য কনস্টেবল রিগান বড়ুয়া, কনস্টেবল আবদুল মতিন ও সৈনিক আবদুল ওয়াহেদ মাদক উদ্ধারে দুই নারী সোর্সকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণপাড়ার আশাবাড়ী এলাকায় অভিযানে যান।’

‘এ সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তের ওপারের স্থানীয় জনতা ও বিএসএফ তাঁদের ঘেরাও করার পর আটক করে।’

র‍্যাবের ওই তিন সদস্য ও তাঁদের দুই সোর্স এখনো বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি শাহজাহান।

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।