২৪ উপজেলা ইউপি ও পৌরসভায় ভোট, আ’লীগ প্রার্থীদের জয়জয়কার ভোট কেন্দ্রে গুলিতে নিহত ২

ক্রাইমবার্তা রিপোটঃ দেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সোমবার ভোট গ্রহণ হয়েছে। রাত ১০টা পর্যন্ত দুটি পৌরসভা, দুটি উপজেলা পরিষদ ও ৭টি ইউপির ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে দুই মেয়রসহ বেশিরভাগ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিন বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ভোট কেন্দ্র দখলের ঘটনায় বিজিবির গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মংকিচা চাকমা (৫০) ও অংচাইমং চাকমা (৪৫)। এছাড়া কয়েকটি স্থানে মারধরসহ কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সমর্থিত কয়েকজন প্রার্থী ভোট বর্জন করেছেন। এদিন ৪৭টি জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেও নির্বাচন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমোহন (ভোলা) : লালমোহন পৌরসভায় দ্বিতীয়বারের মতো নগর পিতার আসনে বসছেন আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। তিনি পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর : নবীনগর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস ৬৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঈন উদ্দিন মাইনু পেয়েছেন ৪২২০ ভোট।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক শেরীন ৫৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ’লীগ প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুণ ৩৮৪৭ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীক নিয়ে ৫৮৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম পেয়েছেন ৩২৭২ ভোট।

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি পরিষদ নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল আবছার, সোনাইছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের এ্যানি মারমা ও ঘুমধুম ইউনিয়নে নৌকা প্রতীকের জাহাঙ্গীর আজিজ।

আটপাড়া (নেত্রকোনা) : আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের হাজী মো. খায়রুল ইসলাম ২৫২২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ছালাউদ্দিন ভুইয়া ১৪ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শেরপুর : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম।

ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ ও অনিয়মের অভিযোগ-

বান্দরবান ও উখিয়া (কক্সবাজার) : বিকাল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেন একজন মেম্বার প্রার্থীর সমর্থকরা। বিজিবির সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এ সময় বিজিবি ৩ রাউন্ড গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার মৃত চৈমেরাউন চাকমার ছেলে মংকিচা চাকমা (৫০) মারা যান। আহত দুজনকে হাসপাতালে নেয়ার সময় ক্লালাউ চাকমার ছেলে অংচাইমং চাকমার (৪৫) মৃত্যু হয়।

অপর আহত একই এলাকার অংক্যচিং চাকমার ছেলে উইলে চাকমাকে (১৬) কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফাত্রাঝিরি ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার এমদাদ উল্লাহ মো. উসমান বলেন, জালভোট দেয়াকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে।

ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরে জালভোট দেয়ার চেষ্টায় মাজহারুল ইসলাম নামে একজনের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাজহারুল হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে।

চাটখিল (নোয়াখালী) : অনিয়মের অভিযোগে উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন টিপু ভোট বর্জন করেছেন। বিকাল ৪টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) : এজেন্ট ঢুকতে না দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে দুই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। এরা হলেন- কোটচাঁদপুর উপজেলা পরিষদে অধ্যাপক আবদুর রাজ্জাক ও মহেশপুর উপজেলা পরিষদে এসএম শাহাজামান।

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ২৯টি জালভোট দেয়ার ঘটনা ঘটেছে। বিকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আজাইপুর-আরামবাগ জা. ও. মাদ্রাসা কেন্দ্রের ৩ নম্বর কক্ষে এসব জালভোট দেয়ার ঘটনা ঘটে। এদিকে সকাল ৭টার দিকে উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম এলাকায় দুটি এবং বিকালে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

সাতকানিয়া : সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

নওগাঁ : ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এসএম জাহাঙ্গীর আলমের এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। তার নাম বেলাল হোসেন। তাকে কৌশলে কেন্দ্র থেকে বাইরে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ ওঠে প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভোট দিতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নৌকা প্রতীকের সমর্থকদের বাধায় অনেকে ভোট না দিয়ে ফিরে এসেছেন। স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের পোলিং এজেন্ট বেলাল হোসেনকে মানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ১ নম্বর কক্ষ থেকে বাইরে ডেকে নিয়ে মারধর করা হয়।

Please follow and like us:

Check Also

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।