ঢাকা, ১৬ মে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠিয়াছে আদালত। এ আগে রাজধানীর ৫টি থানার নাশকতার ১৪ মামলায় আজ সোমবার দুপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মারুফ হোসেন। প্রসঙ্গত ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় মামলাগুলো দায়ের করা হয়েছিল।
এর আগে আজ সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে নাশকতার ১৪ মামলায় জামিনের আবেদন জানান ব্যারিস্টার রফিকুল। বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ মামলায় জামিন মঞ্জুর ও বাকি ১০ মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এবিএন/সোম/আদালত/ডেস্ক/মাম