পাকিস্তান দলে শিক্ষিত খেলোয়াড়ের অভাব : পিসিবি চেয়ারম্যান

PCB-Shahriar-Khanঢাকা, ২১ মে : মাঠে খারাপ পারফরমেন্সের ব্যাপারে নতুন বোমা ফাটালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেন, সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের কারণ হচ্ছে জাতীয় দলে শিক্ষিত খেলোয়াড়ের অভাব। কোয়েটাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান দলে একমাত্র গ্রাজুয়েট খেলোয়াড় মিসবাহ-উল-হক। তিনি আরও বলেন, এ মুহূর্তে মিসবাহ ছাড়া দলে কোন গ্রাজুয়েট খেলোয়াড় নেই এবং শিক্ষিত খেলোয়াড়দের অনুপস্থিতিই সাম্প্রতিক সময়ে দলের খারাপ পারফরমেন্সের প্রথম কারণ। ভবিষ্যতে দলে শিক্ষিত খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করতে এবং বর্তমান অনেক মেধাবী ক্রিকেটারদের বিকশিত করতেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
এখন থেকে শৃংখলাজনিত বিষয়ে বোর্ড কোন আপোষ করবে না বলেও স্বীকার করেন পিসিবি প্রধান। তিনি বলেন, শৃংখলাজনিত কারণে আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দলে নেয়া হয়নি এবং একটা বিষয় আমরা পরিস্কার করতে চাই- ডিসিপ্লিন ও ফিটনেস ইস্যুতে আমরা কোন আপোষ করবনা। এ বিষয়ে তিনি  আরো বলেন, যে কারণে আমরা নতুনভাবে ফিটনেস পরীক্ষা নিয়েছি এবং ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে আমরা সেনাবাহিনীর তত্বাবধানে কাকরুলে বুট ক্যাম্প আয়োজনের কথাও জানান তিনি।

এবিএন/শনি/খেলাধুলা/আন্তর্জাতিক/ডেস্ক/আলিফ

Check Also

শ্রীরামপুরে যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :- সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর স্কুল মাঠে জামায়াতের যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।