ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪র্থ আসরে আজকের ম্যাচে জয় পেল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। রাজশাহী কিংসের বিপক্ষে ১৯ রানে জয় পায় তারা।
![](https://www.nayadigantaonline.com/assets/assets/records/news/201611/171521_164.jpg)
এটি তাদের দ্বিতীয় জয়। আসরের প্রথম ম্যাচে গত ৮ নভেম্বর গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছিল চিটাগাং। এরপর আর জয়ের দেখা মেলেনি তাদের। ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্বেও প্রথম ম্যাচে পরাজয়ই ছিল তাদের ভাগ্য। কিন্তু আজ তারা ১৯০ রানের বড় স্কোর করতে সমর্থ হন।
১৯১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান করতে সমর্থ হয়।
এর আগে টসে জিতে প্রথমে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি আর মোহাম্মদ নবীর ৮৭ রানের সুবাদে রাজশাহীর সামনে ১৯০ রানের বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে তামিম ইকবালের দল।
জবাবে খেলতে নেমে তাসকিন আহমেদের দুর্ধর্ষ বোলিং মোকাবিলা করেও তারা ৭ উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হন। তাসকিন একাই নিয়েছেন ৫টি উইকেট।
নিজেদের ৬ষ্ঠ ম্যাচে জয়ের মাধ্যমে তাদের মোট পয়েন্ট দাঁড়ায় ৪। অন্যদিকে একটিতে জয় নিয়ে ৫ ম্যাচে রাজশাহী সংগ্রহ ২ পয়েন্ট।