সাতক্ষীরা জেলায় ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আবদুস সামাদ আসন্ন বিজয়ের মাসে জেলাকে ভিক্ষুক মুক্ত করে বিজয়ের আনন্দ করি

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলায় ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের View photo in messageসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার মিশন ও ভিশন নিয়ে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হলে সমাজের পিছিয়ে জাতি ও মানুষদের স্বাবলম্বী করতে হলে দারিদ্রমুক্ত করতে হবে। সে লক্ষ্যে সরকার দেশ কে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের কেও দেশকে ভিক্ষুক মুক্ত করতে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, খুলনা বিভাগকে আমরা খুব শ্রীঘ্রই ভিক্ষক মুক্ত করবো তারই ধারাবাহিকতায় এই মতবিনিময়। তাই আসুন আসন্ন বিজয়ের মাসে জেলাকে ভিক্ষুক মুক্ত করে বিজয়ের আনন্দ করি”।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ.বি.এম মুস্তাকিম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমেদ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সদর সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভীন, সহকারি কমিশনার বিবি খাদিজা, এনডিসি মো. আবু সাঈদ, সহকারি কমিশনার আফসানা কাওসার, দ্বীন বন্ধু মিত্র, বিশ্বনাথ ঘোষসহ সরকারি, রেসরকারি, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে  জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত উন্নয়ন, উদ্ভাবন, উৎকর্ষ বিষয়ক ত্রৈমাসিক নিউজ লেটার অগ্রযাত্রায় সাতক্ষীরা এর প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করা হয়।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।