লক্ষ্মীপুর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা ছাত্র দলের বিক্ষোভ মিছিল

ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধি:24
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়নার প্রতিবাদে  দেশ ব্যাপি কমসূচী অনুযায়ী লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। শনিবার সকাল ১১ ঘটিকা দিকে এই প্রতিবাদ সমাবেশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি অফিসের কার্যলয়ের সামনে এক সমাবেশে রূপান্তরিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সভাপতি হারুনুর রশিদ , সিনিয়র সহ সভাপতি পয়েজ আহম্মেদ, সহ সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, মোস্তাফিজুর রহমান সোহেল, শহর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল পাটোয়ারী আরো উপস্থিত ছিলেন,  রুবেল, আমিনুল হক রাজু, সবুজ, বাবুল প্রমুখ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘ভুয়া’ জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১৭ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালত।

‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ওই মামলাটি করেন। মোহাম্মদ মাজহারুল ইসলামের আদালতে দণ্ডবিধির ১৯৮ ও ৪৬৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

Check Also

কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা

দেবহাটা প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।