শিল্পী সমিতির নির্বাচন একই প্যানেলে থাকছেন ওমর সানী ও ফেরদৌস

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। সময় খুব বেশি একটা হাতে নেই, তাই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে তারকাদের মধ্যে। মিশা সওদাগর ও জায়েদ খান এরই মধ্যে নিজেদের প্যানেল ঘোষণা করেছেন। অন্যদিকে, ওমর সানী ও ফেরদৌস মিলে একটি প্যানেল করার ঘোষণা দেওয়া হয় গতকাল শনিবার।

প্যানেল তৈরির বিষয়ে এনটিভি অনলাইনকে ওমর সানী বলেন, ‘আমি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আগামী নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করব। আমি মনে করি, বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে শিল্পী সমিতির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমি চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছি। আজকের ওমর সানী হয়েছি। যে কারণে নির্বাচন না করে সরে দাঁড়ালে বা এড়িয়ে গেলে সেটা চলচ্চিত্রের সঙ্গে বেইমানি করা হবে। আমার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন নায়ক ফেরদৌস।’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নায়ক ফেরদৌস বলেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই ওমর সানী ভাইকে, তিনি আমাকে নিয়ে প্যানেল করছেন। আমি চলচ্চিত্র শিল্পীদের জন্য কিছু করতে পারলে সেটি আমার জন্য অনেক গর্বের। আশা করি, শিল্পীরা আমাদের সঙ্গে থাকবেন।’

২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক হন অমিত হাসান। একই নির্বাচনে নায়ক ওমর সানী সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please follow and like us:

Check Also

ডিপজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।