হোয়াইট হাউজে থাকবেন না ট্রাম্পের স্ত্রী!

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে উঠলে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাদের ছেলে ব্যারোন আপাতত নিউইয়র্কেই থাকতে পারেন।

ক্ষমতা হস্তান্তরের জন্য গঠিত অন্তর্বর্তী কমিটির যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাসন মিলার বলেন, ট্রাম্প দম্পতি এই মুহূর্তে তাদের সন্তানের স্কুল পরিবর্তনের বিষয় নিয়েউদ্বিগ্ন।

তিনি বলেন, শিক্ষা বছরের মাঝামাঝিতে একটি স্কুল থেকে সরিয়ে অন্য স্কুলে ভর্তি করাটা আসলেই খুবই স্পর্শকাতর বিষয়। তবে এ ব্যাপারে আগামীতে আরো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।

নিউইয়র্ক পোস্টের একটি খবর সম্পর্কে জানতে চাওয়া হলে মিলার এ কথা বলেন। ওই খবরে বলা হয়, শিক্ষা বছর শেষ না হওয়া পর্যন্ত মেলানিয়া ট্রাম্প তার ছেলে ব্যারোনকে নিয়ে ট্রাম্প টাওয়ারে থাকবেন যাতে সে চলতি বছরের পড়ালেখাটা চালিয়ে নিতে পারে।

নিউজার্সিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, হোয়াইট হাউসে যখনই তাকে বসবাসের জন্য বলা হবে তখনই তিনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’

এরপর তাকে প্রশ্ন করা হয় তার স্ত্রী ও ছেলে সঙ্গে যাবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, স্কুলের চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারাও সেখানে চলে আসবেন।

ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

Check Also

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।