একটি বানরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২০!

একটি বানরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২০!
অনলাইন ডেস্ক
  • একটি বানরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২০!
লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সাভায় দুটি প্রতিদ্বন্দ্বী গোত্রের সদস্যদের মধ্যে একটি পোষা বানরকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছে।

জানা যায়, একটি বানরকে কেন্দ্র করে দেশটির আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পোষা বানরটি এক স্কুল ছাত্রীর উপর হামলা চালিয়ে তার মাথার উড়না খুলে ফেলে এবং তাকে খামচি দেয়। মেয়েটির পরিবার বানরটিকে শাস্তি দিতে চাইলে বানরের মালিকের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এতে বানরসহ ঐ পরিবারের তিনজন মারা যায়। এরপর আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা গোত্রের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই লড়াইতে ট্যাংক, রকেট, মর্টার এবং অন্যান্য ভারী অস্ত্রশস্ত্রও ব্যবহৃত হয়। বানরের মালিক গুয়েদাদফা গোত্রের। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদাফিও এই গোত্রেরই সদস্য ছিলেন। এদের সঙ্গে দীর্ঘদিন ধরে আওলাদ সুলেইমান গোত্রের বিবাদ চলছে। লিবিয়ার মানব পাচারকারী এবং অস্ত্র চোরাকারবারিরা সাভা শহরটিকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।

 

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।