মিয়ানমারকে চাপে রাখতে চায় বাংলাদেশ

ক্রাইমবার্তা রিপোট: রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবিক সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ দিতে বলছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (২৪ নভেম্বর)নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়ানমারকে চাপে রাখতে চায় বাংলাদেশ

মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।

রাখাইনদের সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ দিতে বলছে বাংলাদেশ। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের শরণার্থী হিসেবে মর্যাদা দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই।

বিজিবির অব্যাহত চেষ্টার পরও মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত আছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখান থেকে লোকজনকে আটকানো বেশ মুশকিল। জিনিসটা অতো সোজা নয়। কারও কারও মানবিক পরিস্থিতি এতটাই খারাপ যে ওই সব লোকজনকে ঢুকতে না দিয়ে পারা যায় না। এখন পর্যন্ত রাখাইন থেকে যেসব লোকজন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তাদের খাবার, ওষুধপত্রসহ সব ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

Check Also

আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।