ক্রীড়া প্রতিবেদক:বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের অক্টোবরে। গত এক যুগের বেশি সময় স্পেনের ক্লাবটির হয়ে খেলছেন লিওনেল মেসি। এই দীর্ঘ সময়ে দলে তাঁর রয়েছে বহু কীর্তি। কাতালানদের হয়ে এবার নতুন একটি কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর।
আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্টে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে বার্সেলোনার দুই গোলের জয়ে জোড়া গোল করেন তিনি।
এ দুই গোল করে চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার স্থানটি মেসির দখলেই আছে। চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে তাঁর গোল ৯২টি।
মেসির এই গোলের সেঞ্চুরির চ্যাম্পিয়নস লিগের ৯২টি ছাড়া বাকি আটটি হয়েছে ইউরোপিয়ান সুপার কাপে তিনটি এবং ক্লাব বিশ্বকাপে পাঁচ।