ইবিতে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসাকারী।27
ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন উপলক্ষে বিভাগের ২০৩ নং কক্ষে আলাচনা সভার আয়োজন করে। আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর  ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.বি.এম ফারুক। এছাড়াও প্রফেসর ড. ফারুক আহমদ, প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দীকী, প্রফেসর ড. আ.ফ.ম আকরব হোসাইন, প্রফেসর ড. হাফেজ এ.বি.এম হিজবুল্লাহ, প্রফেসর ড. তাহির আহমদ, প্রফেসর ড. এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ, প্রফেসর ড. লোকমান হোসেন, প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. নাছির উদ্দীন মিঝি, প্রফেসর ড. মোহাঃ জালাল উদ্দিন, প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াস, প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম প্রফেসর ড.শেখ এ.বি.এম জাকির হোসেনসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
ভিসি প্রফেসর ড. হারুন-উর রশিদ আসকারী বলেন,“ ডিজিটাল ল্যাব উদ্বোধনের মাধ্যমে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পঠন পাঠন ও গবেষণায় নতুন দিগন্ত উন্মেচিত হল। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে কুরআন হাদীস গবেষণার সবচেয়ে এ বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত সুযোগ রয়েছে। ধর্মকে কোনঠাসা থেকে বের করে ব্যক্তি,সমাজ,জাতি ও দেশের উপকারে কাজে লাগাতে এ বিভাগ ব্যাপক ভূমিকা রাখতে পারে। এছাড়াও বিভাগে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে বিভাগ আরো বিকশিত হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষক ড. ইয়াহইয়ার রহমান।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।