ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সাতক্ষীরায় ওপেন টেনিস টুর্নামেন্ট ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা টেনিস ক্লাবের আয়োজনে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে টূর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা টেনিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, ৩৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল আরমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সদর উপজেলা নির্বার্হী অফিসার মোহাম্মদ নুর হোসেন সজল, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ.কে. এম আনিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেনিস ক্লাবের সাধারন সম্পাদক এড. শফিকুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ -দৌলা সাগর , ডাঃ আমিনুর রহমান, প্রমুখ। উল্লেখ্য যে উদ্বোধনী খেলায় এ গ্রুপে মাগুরা বনাম বাগেরহাট এবং বি গ্রুপে সাতক্ষীরা নীল দল বনাম মাগুরা বি টিম অংশ গ্রহন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাকসুদার রহমান খান চৌধুরী সুজা।
Check Also
আশাশুনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা উদ্বোধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। …