ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংসতা মালয়েশিয়া একাই শেষ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাক। সোমবার ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ মন্তব্য করেন।
![রোহিঙ্গা সংকট সমাধানে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান নাজিবের রোহিঙ্গা সংকট সমাধানে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান নাজিবের](https://www.jagonews24.com/media/imgAll/2016October/rohingya20161128214957.jpg)
ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) প্রেসিডেন্ট বলেছেন, শুধুমাত্র ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), আসিয়ান ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় মিয়ানমারে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমাধান করা যেতে পারে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ কামনা করে নাজিব বলেন, এটি মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর এবং দ্বন্দ্বের কারণও হতে পারে।
ইউএমএনও’র সাধারণ অধিবেশনে তিনি বলেন, যখন তারা হস্তক্ষেপ করবে, অবশ্যই সেখানে একটি নির্দিষ্ট এজেন্ডা থাকবে, এটি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে হতে পারে। অবশ্যই তারা মুসলিম দেশগুলোর অবস্থা বুঝতে পারছে না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্রে নেতা নির্বাচন ও পরিচালনার জন্য জনগণের স্বাধীনতা থাকবে এবং এতে বাইরের কোনো দলের প্রভাব থাকা উচিত নয়।
সূত্র : বারনামা।