দেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে এ্যাথলেটিক অনূর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষণ বাছাই সম্পন্ন

24ফিরোজ হোসেন : দেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে এ্যাথলেটিক অনূর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০১৬ এর প্রতিটি উপজেলার সমন্বয়ে ট্যালেন্ট হ্যান্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এ বাছাইকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সদস্য মোঃ ইকবাল হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ সিরাজুল ইসরাম খান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, সৈয়দ হায়দার আলী তোতা, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। বাছাই পর্বে ৫টি ইভেন্টে কিশোর কিশোরীদের ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প প্রতিযোগিতার মাধ্যমে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

Check Also

আশাশুনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা উদ্বোধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।