ফুটবলাররা কেউ নাচছিলেন, কেউ সেলফিতে!

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক:6কোপা সুদামেরিকানা কাপের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল আজ। প্রতিপক্ষ কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনাল। এজন্য অনুশীলনে অনেক ঘাম ঝরিয়েছিল চূড়ান্ত একাদশ। কিন্তু, শেষ পর্যন্ত আর মাঠে নামা হলো না অ্যালান রাসেল, মার্সেলোরা। মাঝ আকাশেই ভেঙে পড়ল ব্রাজিলিয়ান ক্লাব চ্যাপেকোয়েন্স এফসি-র চাটার্ড বিমানটি। মারা গেল ফুটবলার ও সাংবাদিকসহ ৭৬ জন।

ব্রাজ়িলের দক্ষিণাঞ্চলের ছোট শহর চাপেকো। সেখান থেকেই চ্যাপেকোয়েন্স এফসি ক্লাবটি ল্যাতিন আমেরিকার কোন ক্লাব ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠে এসেছিল। তাই ফাইনালে যাওয়ার আগে ক্লাবের ড্রেসিংরুমে প্রত্যেকের চোখেই উচ্ছ্বাস ফুটে উঠছিল। কেউ নাচ করছিলেন, কেউ আবার একে অপরকে জড়িয়ে ধরছিলেন, কেউ বা আবার মজেছিলেন সেলফিতে।

ফাইনালের পাঁচদিন আগে এমনই একটি ভিডিও দলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। আনন্দ হবে না বা কেন! প্রথমবার যে দলের ইতিহাস বদলাতে যাচ্ছিলেন তারা।

সোমবার বিমানে ওঠার পরও ফুটবলারদের চোখে মুখে আনন্দ ধরা পড়ছিল। কিন্তু, কে জানত এই যাত্রাই তাদের শেষ যাত্রা হতে চলেছে? তখনও ফুটবলাররা হাসিমুখে নিজেদের সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। এই হাসি তৃপ্তির হাসি, এই হাসি বিজয়ের হাসি। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে মাটি ছেড়ে আকাশে পাড়ি দেয় চাটার্ড বিমানটি। বিমানে ছিলেন ৭২ জন যাত্রী এবং ৯ জন বিমানের সদস্য। কিন্তু, মাত্র ৫ জন ছাড়া কেউই প্রাণে বাঁচেননি।

Check Also

শ্রীরামপুরে যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :- সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর স্কুল মাঠে জামায়াতের যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।