সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন-২০১৬-১৭ ১৩ টি পদের বিপরীতে ৩৭টি মনোনয়নপত্র বিক্রয়

সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন-২০১৬-১৭ ১৩ টি পদের বিপরীতে ৩৭টি মনোনয়নপত্র বিক্রয়


প্রকাশিত : নভেম্বর ৩০, ২০১৬ ||

হেমন্তের হাল্কা শীতে জমে উঠেছে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে গতকাল মঙ্গলবার ১৩টি পদের বিপরীতে ৩৭টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। আগামী ১ ডিসম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার নুর আহমেদ মাছুম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যপদে মোট ৩৭টি মনোনয়নপত্র বিক্রয় করা হয়েছে। মনোনয়নপত্র বিক্রির সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন কমিশনার ফারাজী বেনজীর আহমেদ, জেলা তথ্য অফিসার ও নির্বাচন কমিশনার শেখ শাহানওয়াজ করিম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে খুলনা ব্যুরোর আলোচনা সভা ও সম্মাননা প্রদান ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে —-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

র‌্যালী, আলোচনা ও সম্মাননা প্রদানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খুলনায় দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।