পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৩ ডিসেম্বর

ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ দিন পূর্ণ হবে চলতি সফর মাস। শুক্রবার থেকে গণনা শুরু হবে রবিউল আউয়াল। এ হিসেবে আগামী ১২ রবিউল আউয়াল অর্থাৎ ১৩ ডিসেম্বর মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।16
বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

আজ থেকে ১ হাজার ৪৪৭ বছর আগে রবিউল আউয়াল মাসে ১২ তারিখে জন্মগ্রহণ করেন শান্তির ধর্ম ইসলামের প্রচারক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ (সা.)। ঠিক এর ৬৩ বছর পর একই তারিখে তিনি ইন্তেকাল করেন। তাই বিশ্ব মুসলিম উম্মাহ দিনটি একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) নামে উদযাপিত হয়।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকির আহমেদ।

উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব সাইদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতি এহসানুল হক প্রমুখ।

Please follow and like us:

Check Also

ঢাকায় প্রথম মহিলাদের ঈদের জামাত

বাংলায় মুসলমান সমাজে নারীদের প্রতিকূলতার ইতিহাস অনস্বীকার্য। নারীদের শিক্ষা, চিকিৎসা, বিবাহ ও অন্যান্য ব্যাপারে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।