ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ সদস্য পদে ৭৯ ও মহিলা সদস্য পদে ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটানিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার আবুল কাশেম মো. মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ১৫ জন পুরষ সদস্যের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ৭৯ জন ও ৫ নারী সদস্যের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ১৯ জন। মোট ১০০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
