গণহত্যায় নতুন নাম লিখিয়েছে দক্ষিণ সুদান

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট: জাতিসংঘের মানবাধিকার কমিশন গণহত্যায় বিশ্বের সর্বকনিষ্ঠ দেশের কথা তুলে ধরেছে। কমিশন বলেছে, দক্ষিণ সুদানে তিন বছর ধরে গৃহযুদ্ধ বিদ্যমান রয়েছে। বর্তমানে এটি চরম বিপর্যয়ের কিনারায় পৌঁছেছে।
31
১ ডিসেম্বর এই সংস্থা এক বিবৃতিতে বলে, রুয়ান্ডায় পুনরায় কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে নভেম্বরের শেষের দিকে এক অনুসন্ধান অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, ১৯৯৪ সালে তিন মাসের মধ্যে সেখানে ৮ লাখ মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘ মিশনের দক্ষিণ সুদানের প্রধান ইয়াসমিন সোকা বলেন, ইতোমধ্যে দক্ষিণ সুদানের বিভিন্ন এলাকায় অনাহার, গণধর্ষণ ও গ্রাম পোড়ানোর মাধ্যমে জাতিগত নির্মূল প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা এই দেশটির সর্বত্র ঘুরেছি, গ্রামবাসীর কথা শুনেছি। তারা তাদের ভুখন্ড ফেরত পাওয়ার জন্য রক্তপাতের জন্য প্রস্তুত। তাছাড়া, এই দেশের ৬৪টি সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক বক্তব্য এই সমস্যাকে আরও বেশি বৃদ্ধি করছে।

সোকা বলেন, আন্তজার্তিক সম্প্রদায়কে দ্বায়বদ্ধতা থেকে গণহত্যা প্রতিরোধে কাজ করতে হবে।

Check Also

মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো চীন

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে ‘খারাপ আচরণ’ করায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।