ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠ দখল করে নেট দিয়ে ঘিরে রেখে অবৈধভাবে ক্রিকেট কোচিং এর নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।সরজমিনে গিয়ে দেখা যায় সুন্দরবন ক্রিকেট একাডেমী নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সৌম্য মোস্থাফিজের কোচ পরিচয়ে লক্ষ লক্ষ টাকার কোচিং বানিজ্য করছে ।অথচ মাঠটি সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের মাঠ হলেও নেট ও বাশ দিয়ে স্কুলের শিক্ষীর্থী শুরু করে কাটিয়া,মিলবাজার,মাগুরাসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে আসা কোন সাধারণ যুবককে এ মাঠে খেলতে দেননা তারা। কথিত সুন্দরবন ক্রিকেটএকাডেমীর পরিচালক আলতাফ হোসেন স্কুল কতৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে এভাবে শিক্ষার্থীদেও খেলা থেকে বঞ্চিত করছে। এর ফলে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সাথে কথা হলে তিনি জানান কোচিং প্রাকটিস করার জন্য অনুমতি নিয়ে মাঠ ঘিরে রেখে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছে আমরা নিষেধ করলেও পরিচালক আলতাফ হোসেন কর্ণপাত করছেনা। তিনি মাঠের মাঝখানে অনুমতি ছাড়া পিচ তৈরী করে নিজের সম্পত্তি মনে করে ব্যবসা করে চলেছে। এদিকে এলাকার ক্রীড়া প্রেমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন তারা প্রাকটিশের সময় ত-দুরে থাক কোন সময় সাধারণ যুবকদের ঐ মাঠে খেলাতো দুরে থাক মাঠেও প্রবেশ করতে দেয়না।তাই এলাকার সচেতন মহল মাঠটি দখল মুক্ত করে সাধারন যুবকদের খেলার পরিবেশ সৃষ্ঠি করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
![](https://crimebarta.com/wp-content/uploads/2016/12/Copy-of-124.jpg)