পাক বাহিনীর হাতে ১১জন শহীদ কে নাজিরহাট বাসষ্টেশনে কবর দেয়া হয় ৯ ডিসেম্বর নাজিরহাট হানাদার মুক্তদিবস

ক্রাইমবার্তা রিপোট:মোঃআলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
আগামী ৯ ডিসেম্বর নাজিরহাট হানাদারমুক্ত দিবস। ১৯৭১সালের ৯ ডিসেম্বর এই দিনে নাজিরহাট হানাদার মুক্ত 18হয়েছিল। সেই দিন থেকে এই দিবসটি পালন করে আসছেন মুক্তিযোদ্ধারা। উত্তর চট্টগ্রামের রণাঙ্গন নাজিরহাটে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, এদিন ভোরে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী পিছু হটে। পাক হানাদার বাহিনী চলে যাওয়ার পর শুরু হয় মুক্তিকামী ছাত্রজনতা এবং মুক্তিযোদ্ধাদের আনন্দ উল্লাস। দিনভর ফটিকছড়ি ও হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোয়ানেরা চাঁদের গাড়িতে করে কামান এবং অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দেশের মানচিত্র অংকিত পতাকা নিয়ে আনন্দ উল্লাস করে নাজিরহাটে সমবেত হয়। সেই দিন ওখানে চলছিল বিজয়ের উৎসব। গোপন সংবাদ পেয়ে পলাতক পাক হানাদার বাহিনী সন্ধ্যায় হাটহাজারীর অদুদিয়া মাদ্রাসার সামনে থেকে ৩/৪ টি বাসে করে নাজিরহাটে আসে। তারা উল্লাসরত মুক্তিযোদ্ধা ও নিরীহ জনতার উপর অতর্কীত হামলা চালায়। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে মুক্তিযোদ্ধার নায়েক তফাজ্জল হোসেন(বরিশাল), সিপাহী নুরুল হুদা(কুমিল্লা), সিপাহী অলি আহম্মদ (খুলনা),সিপাহী নুরুল ইসলাম (সন্দ্বীপ),সিপাহী মানিক মিয়া(চট্টগ্রাম),ফোরক আহম্মদ(নাজিরহাট), হাসিনা খাতুন (নাজিরহাট), আবদুল মিয়াা(নাজিরহাট), নুরুল আবছার (কুমিল্লা),মুক্তিযোদ্ধা মুজিবুল হক(ফরহাদাবাদ) ও অজ্ঞাতনামা একজনসহ ১১জন শহীদ হন। হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল আলম,ডেপুটি কমান্ডার  মোঃ হোসেন মাস্টার,সহকারী কমান্ডার মোঃ সেকান্দর মিয়াা,নুরু,সাত্তার এবং জাহাঙ্গীরসহ অনেকে জানান, পাক হানাদার বাহিনী  ঐদিন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নাজিরহাট,ফটিকছড়ি এবং হাটহাজারীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ,লুটতরাজ,নাজিরহাট হালদা নদীর সেতু ধ্বংস,হত্যাযজ্ঞসহ নারকীয় কর্মকান্ড চালায়। পাক বাহিনীর মেশিনগানের গুলিতে শহীদ ১১জনকে নাজিরহাট বাসষ্টেশনে কবর দেওয়া হয়। প্রত্যেক বছর নাজিরহাট মুক্ত দিবসে হাটহাজারী ,ফটিকছড়ির মুক্তিযোদ্ধারা শহীদের এ কবরে পুষ্প অর্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। তাছাড়াও এই দিবসে ১১ জনের কবরে প্রশাসনসহ মুক্তিযোদ্ধা সংসদ এখানে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উৎযাপন করা হবে।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।