ক্রাইমবার্তা রিপোট: পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৬ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমরেজ বাদী হয়ে মামলাটি করেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে জাহিদ হাসান ও ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন।
সদর থানার সেকেন্ড অফিসার আবুল কালাম জানান, বৃহস্পতিবার বিকালে মাদক মামলার আসামি নাসির ও কুদ্দুসকে গ্রেফতারে সদর উপজেলার মোহনপুর এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান এসআই মোমরেজ। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় এসআই মোমরেজ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।
