বিমানে শারীরিক হেনস্থার শিকার টিনা দত্ত

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বিমানে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী টিনা দত্ত। প্লেনের এক সহযাত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন কালার্সের জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’-এ ‘ইচ্ছা’ চরিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, জেট এয়ারওয়েজ-এর বিমানে মুম্বাই থেকে রাজকোট যাচ্ছিলেন তিনি। প্লেনে এক সহযাত্রী তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। তিনি জানান, অশোভনভাবে গায়ে হাত দিচ্ছিল সে।

বিমানকর্মীদের এ কথা জানালেও তারা কোনও কঠোর ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওই অভিনেত্রীর। টিনার অভিযোগ, বিমানের কর্মীরা তাকে বলেন, এরকম ঘটনা ঘটেই। গোটা ঘটনা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন টিনা।

 

Check Also

মিরাদুল ইসলাম মুনীমের কন্ঠে আসছে সফরের গান ‘সৈকতে বেড়াতে এলাম’

শিল্পী মিরাদুল ইসলাম মুনীমের কন্ঠে আসছে সফরের গান ‘সৈকতে বেড়াতে এলাম’। মরবি কবি মতিউর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।