বিশ্ব মানবাধিকার দিবস উপযাপন উপলক্ষে হিউম্যান রাইটাস রিভিউ সোসাইটি বিভাগীয় কমিঠির র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্রাইমবার্তা  রিপোট: হিউম্যান রাইটাস রিভিউ সোসাইটি খুলনা বিভাগীয় কমিটি হাটিহাটি পা করে পাচ বছর পেরিয়ে ছয় বছরে পা দিয়েছে । প্রতিবছরের ন্যায় এবার ও ১০ শে ডিসেম্বর ২০১৬ ইং বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন । বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে 17বিভাগীয় কার্য্যালয় রূপদিয়া বাজার যশোর ১০ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় এক র‌্যালীর দেয়া হয় এবং পরে আলোচনা সভায় সভাপতি তার বক্ত্যবে বলেন বিশ্ব জুড়েই মানুষের বাস। স্থান ও আবহাওয়া ভেদে মানুষের গায়ের রং ও আকৃতি-প্রকৃতি পাথক্য থাকতে পারে। কিন্তুু অধিকারের কোন পার্থক্য নেই। জন্মটা সোনা বা রুপার চামচ নিয়েই হউক আর খড়কুটা ও পাতা কুঞ্জের মধ্যেই হউক জন্মের সাথে সাথে মানুষের অধিকার ও জন্মে যায়। একটি শিশু জন্মের পর তার স্বরে চিৎকার করে সে তার অধিকারের কথা বলেন। শিশুর সে অধিকার আদায়ের কাজটা শুরু হয় প্রাথমিক পরিচর্ষা ও খাদ্য দানের মাধ্যমে । সব শিশুরই এই অধিকার সমান। মানুষের ন্যায্য অধিকার পাওয়ায় মানবার্ধিকার । মোলিক মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকার অর্থ হচ্ছে সচেতন,নৈতিকও সামাজিক জীব হিসাবে ব্যক্তি, পরিবার,সমাজ ও রাষ্ট্রের অধিবাসি হিসাবে জীবনযাপনের জন্য সামাজিক সুযোগ-সুবিধা ভোগের দাবী যা ছাড়া সে মানুষ হিসাবে জীবন ধারণ ও প্রতিভার বিকাশ সম্ভর নয়। সে সকল প্রয়োজন মিটানোর নিশ্চিত ব্যবস্থার নামই মানবাধিকার। সময়ের সিড়ি বেয়ে বিশ্ব আজ অনেক দুরে এগিয়ে গেছে, সময়ের সাথে বদল হয়েছে মানুষের মন-মানসিকতার,স্বভাব- চরিত্র, আচার-আচারণ। প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে হত্যা,রাহাজারি,সন্ত্রাস ও নির্যাতন। ব্যবহৃত হচ্ছে শান্তি, শৃঙ্খলা ও সভ্যতা এবং লঙ্গিত হচ্ছে মানবাধিকার। সার্বিকভাবে পর্যালোচনা করলে দেখা যাবে পরস্পরের মধ্যে ঘৃণা ও অহংকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষের কোন না কোন ভাবেই ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক ভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে। এমনকি রাষ্ট্রীয়ভাবেও নিগৃহী ত হচ্ছে মৌলিক অধিকার এ সম্পর্কে আমাদের সংবিধানের ৩৩ অনুচ্ছেদে ৫ টি এবং ৩৫ অনুচ্ছেদে ৬ টি বিষয়ে উল্লেক রয়েছে। যেখানে বলা হয়েছে- (১) গ্রেফতারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্টেটের সামনে হাজির করতে হব্ ে(২) শীর্ঘই গ্রেফতারের কারণ জ্ঞাপন যন্ত্রনা দেওয়া যাবে না, (৩) গ্রেফতারকৃত ব্যক্তিকে তার আইনজীবির সাথে পরামর্শরে সুযোগ দিতে হবে,(৪) কোন ব্যক্তিকে যন্ত্রনা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর আচারণ করা যাবে না,(৫) অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্যদিতে বাধ্য করা যাবে না। মানবাধিকার সংক্রান্ত আইন ও বিষয়গুলো আমাদের প্রত্যেকর জানা উচিত। তাহলো অনেক ক্ষেত্রে মানবাধিকার বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে এবং মৌলিক অধিকার বাস্তবায়নে সহজতর হবে। মানবাধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর ১০ ডিসেম্বর বেছে নেওয়া হযেছে বিশ্ব মানবাাধিকার দিবস পালন করা হয়। যা প্রতি বছর সরকারি ভাবে পালন করা হয়ে থাকে। মানবাধিকার দিবস পালন করলেই রাতারাতি পৃথিবীর অথবা বাংলাদেশের সকল মানুষের অধিকার পেয়ে যাবে তা ভাবা ঠিক নয়। মানবাধিকার দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীনদের দ্বারা মানবাধিকার লংঘন ঘটনা কমানো এবং যারা মানুষের অধিকার খর্ব করছে তাদের সতর্ক করা ও যারা ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের ঐক্যবদ্ধ কর। তাছাড়া সাধারণ মানুষের মানবাধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা । অসহায় নারী ও শিশুদের আইনী সহায়তা দিয়ে জাতিসংঘ মানবাধিকার ঘোষণা বা জেনেভা কনভেশনের অর্থ হলো ১১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের উদ্দেগ্যে বিশ্ব মানুষের অর্ধিকার সংরক্ষণের জন্য একটি ঘোষনা তৈরি করা হয়েছিল। সেই ঘোষণার উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম ,বর্ণ,ভাষা,নারী,পুরুষ,শিশু নির্বিশেষে সকল মানুষের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদানে উদ্দ্যোগ গ্রহণ করা। যা পরবর্তীতে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৩০ টি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল ১) সমতার অধিকার, ২) বৈসম্য থেকে মুক্তি পাওয়ার অধিকার, ৩) জীবন স্বাধী

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।