ক্রাইমবার্তা রিপোট: শেখ কামরুল ইসলাম ঃ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে পোশাক তৈরী প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক প্রকল্পধীন ১৪ দিন মেয়াদী পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্স উদে¦াধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও নবদিগন্ত সংস্থার সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা টাউন গার্লস মাধ্যমিক বিদ্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জহুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নুর হোসেন সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের,টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানু,নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,সহকারী শিক্ষক অশিম কুমার,নবদিগন্তের কর্মকর্তা রুহুল আমিন,অনুপম দাশ প্রমুখ। উল্লেখ্য যে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন রেহানা খাতুন।এসমড প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দুর করা সম্ভব হচ্ছে। যুব উন্নয়ন সময় উপযোগি প্রশিক্ষন দিয়ে দেশের বেকার নামের বোঝা কমিয়ে আনতে ভমিকা রাখছে। সেই লক্ষে ১৪ দিন ব্যাপি
পোশাক তৈরী প্রশিক্ষণ দিচ্ছে।
মুক্তযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ সদস্য পদে পেলেন বৈদ্যুতিক পাখা প্রতিক।
শেখ কামরুল ইসলাম ঃ জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জালালপুর মাগুরা,তালা,৫ নং তেঁতুলিয়া,ইসলামকাটি,খলিলনগর ইউনিয়ন নিয়ে গঠিত ১৫ নং ওয়ার্ড নির্বাচনী এলাকার সদস্য পদে জালাল পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতিক পেয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট সাতক্ষীরার সহকারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামী ২৮ শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং সদস্য পদে তার বৈদ্যুতিক পাখা প্রতিকে সকল ভোটারদের ভোট দিয়ে উক্ত ওয়ার্ডের সেবা করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।