ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের জোর দাবি জানিয়েছে বিএনপি। আজ সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বার বার আমরা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি। কিন্তু সরকার এতে কান দিচ্ছে না। কারণ, সেনা মোতায়েন করলে সরকারের সন্ত্রাসী বাহিনী ভয় পাবে।রিজভী আরও বলেন, সেনা মোতায়েন না করলে ভোটাররা ভয় পাবে তাই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন অবশ্যক। যদি নির্বাচন কমিশন ও সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনে হস্তক্ষেপ না করে তাহলে বিএনপি জয়ী হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।