বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ : ম্যাচ কবে-কখন

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:২০১৫ সালটা স্বপ্নের মতো কাটে বাংলাদেশ ক্রিকেটের। ২০১৬ সালটাও খারাপ যায়নি। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর ইংলিশদের কাছে তা হাতছাড়া করলেও গত দুই বছরে প্রাপ্তিই অনেক। আর বিশ্বকাপ বাদে এর সবটুকুই এসেছে ঘরের মাঠে।

প্রায় আড়াই বছর পর আবার দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা। ২৬ ডিসেম্বর বক্সিংডে ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের নতুন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা।

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন টাইগাররা। একইসাথে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। এর মধ্যে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন মাশরাফিরা। অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়ে যাবে বাংলাদেশ দল।

এবার একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি :

তারিখ                                ম্যাচ                বাংলাদেশ সময়           ভেন্যু

২৬-১২-২০১৬             প্রথম ওয়ানডে                 ভোর ৪টা         ক্রাইস্টচার্স

২৯-১২-২০১৬            দ্বিতীয় ওয়ানডে                 ভোর ৪টা             নেলসন

৩১-১২-২০১৬            তৃতীয় ওয়ানডে                  ভোর ৪টা            নেলসন

৩-১-২০১৭              প্রথম টি-টোয়েন্টি                  দুপুর ১২টা          নেপিয়ার

৬-১-২০১৭             দ্বিতীয় টি-টোয়েন্টি                  সকাল ৮টা        মাউন্ট মঙ্গানুই

৮-১-২০১৭             তৃতীয় টি-টোয়েন্টি                  সকাল ৮টা        মাউন্ট মঙ্গানুই

১২-১৬ জানুয়ারি            প্রথম টেস্ট                      ভোর ৪টা           ওয়েলিংটন

২০-২৪ জানুয়ারি          দ্বিতীয় টেস্ট                       ভোর ৪টা           ক্রাইস্টচার্স

Check Also

শ্রীরামপুরে যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :- সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর স্কুল মাঠে জামায়াতের যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।