ভাঙ্গায় শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ক্রাইমবার্তা  রিপোট:জেলার ভাঙ্গা উপজেলার বাইশাখালীতে ঘরে আগুন দিয়ে স্কুল পড়ুয়া এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাব্বির হোসেন শান্ত (১২)। সে বাইশখালী গ্রামের মো. আমির হোসেনের পুত্র ও ভাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার জানান, একটি মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ চলছিল শিশুটির বাবার। একাধিকবার বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয় তাদের (প্রতিপক্ষের) পক্ষ থেকে।

রোববার মধ্যরাতে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে ঘরের মধ্যেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় শিশুটি।

তারা জানান, আগুনে চারটি ঘর ভষ্মিভুত হয়। ঘরের মধ্যে রক্ষিত নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

নিহতের পরিবারের দাবি, আগুনের সুত্রপাত হওয়ার মতো কোনো উপাদান ওই ঘর ও তার আশেপাশে ছিল না। শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাস’রোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।