সাঁওতালদের নিয়ে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে আদালতে গাইবান্ধার জেলা প্রশাসক

ক্রাইমবার্তা  রিপোট:গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে পুলিশ-চিনিকল শ্রমিক ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে হাইকোর্টে হাজির হয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক।

গাইবান্ধার জেলা প্রশাসককে আজ আদালতে হাজির হতে গত ৬ ডিসেম্বর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের তলবের ভিত্তিতে আজ সোমবার আদালতে হাজির হন তিনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনায় কমিটি গঠন হয়েছে জানিয়ে জেলা প্রশাসকের প্রতিবেদনে থাকা কিছু শব্দের বিষয়ে ব্যাখ্যা জানাতে জেলা প্রশাসককে আজ হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এই ঘটনায় সাঁওতালদের পক্ষে হওয়া প্রথম মামলার বাদী স্বপন মুরমুও আজ আদালতে হাজির হয়েছেন। তাঁকেও আজ হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Check Also

ইফতারে যা যা খেলেন জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।