ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ক্রিকেট সাউথ আফ্রিকা সিএসএ টি২০ টুর্নামেন্টে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফারহান বেহারদিয়ান। মাত্র ১৪ বলে ফিফটি করে নিজের দল টাইটান্সকে ফাইনালে তুলেছেন এ প্রোটিয়া ব্যাটসম্যান।
টি২০ ক্রিকেটে বেহারদিয়ানের ১৪ বলে ফিফটি যৌথভাবে তৃতীয় দ্রুততম। ১২ বলে ফিফটি করে রেকর্ডটা নিজের করে রেখেছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। যেখানে এক ওভারেই ৬টি ছক্কা মেরেছিলেন যুবি।
রোববার রাতে ওয়ারিয়ার্সের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৫ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে ৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল টাইটান্স। তবে সেখান থেকে ওয়ারিয়ার্সের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন বেহারদিয়ান।
তার ঝড়ো ব্যাটে টাইটান্স ৫ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮০ রান। বেহারদিয়েন ১৫ বলে ৫টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন হেনরিচ ক্লাসেন।
৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ৭৪ রান করে ওয়ারিয়র্স। দলের পক্ষে ক্রিস্টিয়ান জনকার ৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।