হাসিনাই মানুষ পুড়িয়ে মেরেছেন: কাদের সিদ্দিকী

ক্রাইমবার্তা  রিপোট:কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, “শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মেরেছেন। মূলত হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন, এটা খালেদা জিয়া জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন।”11

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের দ্বিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “এখন রাজনীতি হয়েছে দুর্নীতিবাজ ও লুটেরাদের জন্য। রাজনীতিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। টাকার কাছে জিম্মি হয়েছে রাজনীতি।”

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুল হালিম লাল মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালকদার, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, নাসরিন কাদের সিদ্দিকী, সম্মেলনের সদস্য সচিব হাসমত আলী প্রমুখ।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতাউর রহমানকে সভাপতি ও মীর জুলফিকার শামীমকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।  নিউজবাংলাদেশ

Check Also

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন- শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।