নারায়ণগঞ্জে ভোট পরিচালনায় আ. লীগ ক্যাডাররা

ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় লোকদের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে আবারও সেনা মোতায়েনের দাবি জানান।

লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য দলীয় ক্যাডারদের দিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ, নির্বাচনী দায়িত্বে আনসার বাহিনীর নামে দলীয় ক্যাডার বাহিনী নিয়োগ দেওয়ার নানা খবর আমাদের কাছে আসছে।’31

‘আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নিরপেক্ষ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দিন। নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতি যাতে না হয় এবং কোনো প্রকার প্রভাব খাটানোর সুযোগ যাতে না থাকে, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি’, যোগ করেন রিজভী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার যখন তুঙ্গে, তখন এ ধরনের অভিযোগ করা হলো বিএনপির পক্ষ থেকে। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে এটি দ্বিতীয় নির্বাচন।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এ তিনটি পৌরসভা বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই বছর ৩০ অক্টোবর প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আইভী বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এখানে একজন মেয়রের সঙ্গে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে। মোট ভোটার চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন। এবার ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৬৩টি এবং ভোটকক্ষ এক হাজার ২১৭টি।

Check Also

হাফিজের কাছ থেকে রাজনীতিতে উৎসাহ না পেয়ে চলে যান সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির বিষয়ে উৎসাহিত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।