টি-টোয়েন্টি ম্যাচে একজনই করলেন ১৬০, বাকিরা শূন্য

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আন্তর্জাতিক ম্যাচ না হলেও ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ নারী দল ২০ ওভারে ৮ উইকেট ১৬৯ রানের স্কোর গড়ে। এর মধ্যে শানিয়া লি সোয়ার্ট একাই করেছেন ১৬০ রান। তাদের অন্য ব্যাটসম্যানরা সবাই শূন্য রানে আউট হয়েছেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান।35

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সেন্ট আলবান্স কলেজের গ্রাউন্ডে অনূর্র্ধ্ব-১৯ নারী ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ঘরোয়া দুই দল এমপুমালাঙ্গা অনূর্র্ধ্ব-১৯ বনাম ইস্টার্নস অনূর্র্ধ্ব-১৯ দল। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে এমপুমালাঙ্গা অনূর্র্ধ্ব-১৯। ওপেনার হিসেবে নেমে ১৮টি চার ও ১২টি ছক্কায় ৮৬ বলে ১৬০ রান করেন সোয়ার্ট। দলের বাকি অন্য সব ব্যাটসম্যানই শূন্য রানে ফিরেছেন।

জবাবে ৬ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি ইস্টার্ন অনূর্র্ধ্ব-১৯ দল। ফলে ৪২ রানে ম্যাচ জিতে নেয় এমপুমালাঙ্গা অনূর্র্ধ্ব-১৯। বল হাতেও ২১ রানে ২ উইকেট নিয়েছেন সোয়ার্ট।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।