পাইকগাছা প্রেসক্লাবে জালিয়াতি চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥   পাইকগাছা প্রেসক্লাবে এক জালিয়াতি চক্র ও কথিত আইনজীবীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান খোরশেদ আলম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমিরপুর গ্রামের মাহমুদ গাজীর ছেলে এবিএম এনামুল হক একজন চাঁদাবাজ, জালিয়াতি চক্রের হোতা। জাল স্বাক্ষর করে টাকা তোলার অপরাধে ২০০৬ সালে তৎকালীন উপজলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে এনামুলের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেট আদালতে ১৭১/০৬ মামলা করেন। এছাড়া গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ খুলনা জেলা প্রশাসকের রেভিনিউ ডেপুটি কালেক্টরেট হতে বাংলা ১৪২২ হতে ১৪২৪ সালের জন্য ২৫১ একর বদ্ধ জলমহল ইজারা নেয়। যার সায়রাত নং- ১৬/২০০৫। উক্ত জলমহলের মামলা পরিচালনার জন্য নিজেকে আইনজজীবী পরিচয় দিয়ে এনামুল সমিতির কর্তৃপক্ষের কাছ থেকে ননজুডিসিয়াল ৬শ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। ঐ স্ট্যাম্পে তিনি নিজেই জালিয়াতি করে ৭৫ শতাংশ অংশীদারিত্ব লিখে নেয়। যা নিয়ে সমিতি ও তার সাথে বিরোধ চরম আকার ধারণ করেছে। উক্ত এনামুলের বিরুদ্ধে পাইকগাছা থানা ও আদালতে জালিয়াতিসহ ১০/১২ টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ব্যাপারে এনামুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০০৯ সালে এলএলবি পাশে করেছি। তবে বার কাউন্সিলে পরীক্ষা দেয়া হয়নি। খুলনা বার কাউন্সিলে শিক্ষানবিস হিসেবে রয়েছি। বর্তমানে বাসাখালীর একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 7

পাইকগাছা আইনজীবী সমিতির বেনেভোলেন্ট ফান্ডের চেক প্রদান
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় প্রয়াত আইনজীবী একেএম ফজলুল হকের বেনেভোলেন্ট ফান্ডের ১ লাখ ৩০ হাজার টাকার চেক স্ত্রী মুনছুরা হককে প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে কার্যকরী কমিটির সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ চেক হস্তান্তর করা হয়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়েব হোসেন নূরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ পংকোজ কুমার ধর, সমীর কুমার বিশ্বাস, সুকল্যাণ সানা, মুজিবুর রহমান, অজিত কুমার সরকার ও মোহতাছিম বিল্লাহ।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।