নিজের ফাউন্ডেশন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, যেকোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে তিনি তা এড়িয়ে যেতে চান। যদিও তাঁর ফাউন্ডেশনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে।

নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তদন্ত চলার মধ্যে ট্রাম্প তাঁর ফাউন্ডেশন বন্ধ করতে পারেন না।

শনিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁর ফাউন্ডেশন অসংখ্য উপযুক্ত ব্যক্তিদের লাখো ডলার দিয়ে সহায়তা করেছে। এঁদের মধ্যে প্রবীণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিশুরা রয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে যেকোনো স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে আমি ভিন্নভাবে মানবহিতৈষীমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান ট্রাম্প।

যদিও জনগণের সরাসরি ভোটের হিসাবে হিলারির চেয়ে প্রায় ৩০ লাখ ভোট কম পেয়েছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। বিবিসি বাংলা

Please follow and like us:

Check Also

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তার মৃত্যু

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরাইলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।