ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে ভূমিকম্পটি হয়।ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পভূমিকম্পটির কেন্দ্র সমুদ্রের ৯১ কিলোমিটার গভীরে এবং সুম্বা বারাত দায়ার ৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বলে সংস্থাটি জানিয়েছে। ‘প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার’ চিহ্নিত অঞ্চলে পড়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

চলতি মাসের শুরুতে দেশটির পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে ১০৩ জনের মৃত্যুর পাশাপাশি অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Please follow and like us:

Check Also

জাহাজে আটক ভারতীয়দের সঙ্গে কূটনীতিকদের দেখা করার অনুমতি দেবে ইরান

 এএনআই : ইরান ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের সাম্প্রতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।