নবজীবন ইনস্টিটিউটে বই উৎসব অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সারাদেশের ন্যায় গতকাল নবজীবন ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বই উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নবজীবন ইনস্টিটিউট প্রাঙ্গন ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয়। বই উৎসবের  আলোচনা সভায়  নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার  সরকার শিক্ষা বান্ধব সরকার । ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বেশী বেশী মনোযোগ ,আস্থা,আনন্দ এবং লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে ২০১০ সাল থেকে নতুন বছরের প্রথমদিনেই দেশব্যাপী সকল ও শতভাগ শিক্ষার্থীদের হাতে নতুন বই  তুলে দিচ্ছেন । এতে করে একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা অলস সময় পার করার স্থানে আনন্দের সাথে  পড়াশুনা শুরু করবে অপরদিকে আগামীকাল থেেেক নিয়মিত ক্লাশ শুরু হওয়ায় লেখাপড়ার গুনগত মানও বৃদ্ধি পাবে । সরকারের এই মহতী উদ্দ্যোগকে সফল করতে তিনি ছাত্র, শিক্ষক অভিভাবক সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। তিনি নবজীবন ইনস্টিটিউটের ফলাফলের সাথে সাথে পরিস্কার পরিচ্ছন্নতা,লেখাপড়ার মান,পরিবেশ সহ সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশের পাশাপাশি উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান ,নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম ,নবজীবনের সহঃকো-অর্ডিনেটর খান ফাহিম আল-ফুয়াদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষিকা ওহিদা বেগম।এসময় ছাত্র,শিক্ষক,অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা  উপস্থিত ছিলেন ।15

 

সাতক্ষীরা পাবলিক স্কুল ও কলেজে বই উৎসব পালিত।
নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা পাবলিক স্কুল ও কলেজে বই উৎসবে উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাজকিন আহম্মেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আব্দুস সেলিম,পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা,বিদ্যালয় পরিচালক মোঃ আলাউদ্দিন ফারুকী প্রিন্স। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীক ইনচার্জ ছনিয়া ইসলাম,শিক্ষক রেবেকা সুলতানা,জাহাঙ্গীর কবির,মৃনাল কান্তি,রাজিয়ানা হক,সাইকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন। উল্লেখ্য যে এসময় ৬শ শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
ক্যাপশনঃ পাবলিক স্কুল ও কলেজে বই উৎসবের উদ্বোধন করছেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি

পলাশপোল আদর্শ উচ্চবিদ্যালয় বই উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক ঃ শহরের পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় বই উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিমুরর হমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাইল আলম,মঙ্গল কুমার পাল,সুমাইয়া পারভীন,মাও আনোয়ার হোসাইন প্রমুখ। এসময় বিদ্যালয়ের ৩শ জন ছাত্রছাত্রীদের মাঝে বই প্রদান করা হয়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

 ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা:সাতক্ষীরার সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল রেছেন। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।