পারলেন না বাংলাদেশের মেয়েরা

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে এর আগে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এবার সে বাংলাদেশকে অন্য রূপে দেখা গেল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছে তারা। কিন্তু শেষটা ভালো হলো না সাবিনা-স্বপ্নাদের।

আসরের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বুধবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে এই ম্যাচের প্রথমার্ধ শেষে অবশ্য খেলা ১-১ গোলের সমতায় ছিল। ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই ভারত এগিয়ে যায়। বাংলাদেশ ৩৭ মিনিটে খেলায় সমতা নিয়ে আসে।

এই ব্যবধান ৬১ মিনিট পর্যন্ত ধরেও রেখেছিল লাল-সবুজের দল। কিন্তু এর পরেই যেন খেই হারিয়ে ফেলে সাবিনারা। স্বাগতিকদের আর আটকে রাখতে পারল না তারা। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে সাবিনার দল। আর সেমিতে মালদ্বীপকে ৬-০ উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে বাংলাদেশ। আসরে এবারই প্রথম ফাইনালে ওঠে বাংলাদেশ।

Please follow and like us:

Check Also

তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।