তেহরানে আগুনে বহুতল ভবন ধস, নিহত ৩০

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :তেহরানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর ভবনটি ধসে পড়ে। ছবি : রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনটি ধসে পড়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তির সংখ্যা দুই শতাধিক।

বিবিসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু একপর্যায়ে ওই ভবনই ধসে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, নিহত ৩০ জনই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী। ১৯৬২ সালে নির্মাণ হওয়া ভবনটি ১৭তলা উঁচু। ভবনটিতে একটি শপিং সেন্টারও আছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ৫০ থেকে ১০০ মানুষ ভবনটিতে আটকা থাকতে পারে।

ছবিতে দেখা যায় ভবনের উপরের তলায় আগুন লাগে। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১০টি স্টেশন ঘটনাস্থলে চলে আসে। উদ্ধারকর্মীরা দ্রুত ভবনে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই ভবনটির উত্তর অংশ ধসে পড়তে থাকে। পরে পুরো ভবনটিই ধ্বসে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মুদি দোকানদার বলেন, ‘মনে হচ্ছিল কোন ভয়াবহ সিনেমা দেখছি। ভবনটি আমার সামনে ধসে পড়ে গেল।’

ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালেকি জানান, ওই ভবনে অগ্নিনির্বাপনের ভালো কোনো ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে ওই ভবনের ব্যবস্থাপকদের আগেও সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

ওই ভবনে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরান ভিত্তিক বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

Please follow and like us:

Check Also

জাহাজে আটক ভারতীয়দের সঙ্গে কূটনীতিকদের দেখা করার অনুমতি দেবে ইরান

 এএনআই : ইরান ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই দেশের সাম্প্রতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।