কিংবদন্তিদের তালিকায় সাকিব

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান এখন এক অনন্য ক্লাবের সদস্য। কপিল দেব, জ্যাক ক্যালিস, শহিদ আফ্রিদির মতো অলরাউন্ডারদের পাশে এখন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রান ও ৪৫০ উইকেট শিকারের কীর্তি কপিল-ক্যালিস-আফ্রিদির মতো সাকিবেরও।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। এ ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। দ্বিতীয় দিনে আরো একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। দিনের শেষ দিকে দ্রুত ফিরিয়ে দেন মিশেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন গ্র্যান্ডহোমকে। তার ঘূর্ণিতে খেলায় ফিরে আসে বাংলাদেশ। আর এ তিন উইকেট শিকার করে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

৪৫০ উইকেট পূর্ণ করার জন্য সাকিবের দরকার ছিলো দুইটি উইকেট। স্যান্টনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ৪৪৯ তম উইকেট পান তিনি। এরপর বিজে ওয়াটলিংও ফিরে যান। ইনসাইড এজ হয়ে বোল্ড হন ওয়াটলিং। এ উইকেট দিয়ে ৪৫০ উইকেট পূরণ হয় সাকিবের। একই ওভারে গ্র্যান্ডহোমকে বোল্ড করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫১ উইকেট নিয়ে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। তারপরে রয়েছে মাশরাফি বিন মুর্তাজা ও আব্দুর রাজ্জাকের নাম।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন ৩৬ নম্বরে আছেন সাকিব আল হাসান। ৯০০০ রান ও ৪৫০ উইকেট শিকার করা অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ ক্রিকেটার তিনি।

ক্রিকেটার (দেশ)                  রান            উইকেট

কপিল দেব (ভারত)              ৯০৩১         ৬৮৭

জ্যাক ক্যালিস (দ আফ্রিকা)     ২৫৫৩৪       ৫৫৭

শহীদ আফ্রিদি (পাকিস্তান)        ১১১৮৫      ৫৪০

সাকিব আল হাসান (বাংলাদেশ) ৯০১৪        ৪৫১।
সূত্র : ওয়েবসাইট

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।