বাংলাদেশ ১৫তম ‘দুর্নীতিগ্রস্ত’ দেশ: টিআই

বাংলাদেশ ১৫তম ‘দুর্নীতিগ্রস্ত’ দেশ: টিআই

ছবি: ইন্টারনেট
ক্রাইমবার্তা রিপোট:ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সূচকে আগের বছরের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

বুধবার আন্তর্জাতিকভাবে ২০১৬ সালের দুর্নীতির এই সূচক প্রকাশ করা হয়।

সূচকে শূন্য থেকে ১০০ পয়েন্ট ধরে দেশগুলোর অবস্থান নির্ণয় করা হয়েছে। কোনো দেশের পয়েন্ট শূন্য হলে সে দেশটি হবে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত দেশ। আর কোনো দেশের পয়েন্ট ১০০ হলে ওই দেশটি সর্বোচ্চ পরিচ্ছন্ন দেশ হিসেবে স্বীকৃতি পাবে টিআই থেকে।

২০১৬ সালে সূচকের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৫ তম। বাংলাদেশের পয়েন্ট হচ্ছে ২৬। সূচকে হিসেবে বিশ্বের ১৭৬ দেশের মধ্যে বাংলাদেশ ১৫ তম ‘দুর্নীতিগ্রস্ত’ দেশ।

শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে আফ্রিকান দেশ সোমালিয়া। তাদের পয়েন্ট হচ্ছে ১০।

নিউজিল্যান্ড ও ডেনমার্ক যৌথভাবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে। দেশ দুটির পয়েন্ট ৯০।

কোনো দেশই ১০০ পয়েন্ট অর্জন করতে পারেনি।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।