সাতক্ষারার দেবহাটায় প্রতিবন্ধী সেবা প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা প্রকল্পের প্রকল্প অগ্রিগতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সহযোগীতায় আস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য 5কমপ্লেক্সের সভা কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ১ম সেশনে হাসপাতালের ডাক্তার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, ডিপিও সদস্য, অভিভাবকবৃরা এবং ২য় সেশনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগীরা অংশ নেন। পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রকল্প নিয়ে আলোচনা করেন ডিআরআরএ’র হেড অব প্রগ্রাম ও শিক্ষক সিআরপি’র জামাল উদ্দীন, জেলা ম্যানেজার আবুল হোসেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম সরোয়ার, আবু হুসাইন, দেবহাটা রিপোর্টাসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কেএম রেজাউল করিম, এমএ মামুন, আবু জাফর, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, পরিতোষ বিশ্বাস, আকবর আলী, সিরাজুল ইসলাম, নুরবানু আল কাদেরী, ডিআরআরএ’র অকুপেশন থেরাপিস্ট মাকছুদা পারভীন, কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার, ডিপিও সদস্য মনোয়ারা খাতুন, আছর আলী প্রমূখ। পর্যালোচনা সভায় বক্তরা প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান আরো বাড়াতে এবং সরকারি ভাবে এটি পরিচালনা করার অনুরোধ জানান। তাছাড়া বর্তমানে ডিআরআরএ’র প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের সানাক্তকরণ, চিকিৎসা, উন্নত চিকিৎসার রেফারসহ বিভিন্ন সেবার প্রশাংসা করেন। একই সাথে তাদের কর্মকান্ড পরিচালনা সহজ করতে সর্ব শ্রেণির মানুষ তাদের পাশে থাকবে বলেও জানানো হয়। এছাড়া প্রতিষ্ঠান থেকে সেবাগ্রহীতারাও জানান তাদের অভিজ্ঞতা। তারা এখন আগের থেকে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করে।

সাতক্ষারার দেবহাটায় বিজ্ঞান মেলায় কেবিএ কলেজের সাফাল্য

সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় খানবাহাদুর আহছান উল্লা কলেজ উল্লেখ যোগ্য সাফাল্য লাভ করেছে। এবছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রকল্প উপস্থাপনায় ২য় স্থান, কুইজ প্রতিযোগীতায় ১,২ ও ৩ এবং উপস্থিত বক্তিত্বায় ১ম ও ৩য় স্থান লাভ করেছে। এবছর প্রতিযোগীতায় এমন ফলাফল অর্জন করায় সর্বস্থরের পক্ষ থেকে সকলে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।