এস.এস.সি পরীক্ষার শুরু বৃহস্পতিবার প্রশ্ন ফাঁস হওয়ার কোন সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট:এবছর এস.এস.সি পরীক্ষায় কোন রকমের প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।
9
মঙ্গবার দুপুরের সচিবালয় শিক্ষামন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এবছর ২৩৬টি কেন্দ্রে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন এস.এস.সি ও সমমানের পরিক্ষার্থী অংশগ্রহণ করবে।

পরিক্ষার্থী ও অভিভাবকদের উল্লেখ করে তিনি বলেন, আপনার ভূল ও ফাঁস হওয়া প্রশ্নের দিকে ছুটবেন না। কারণ, এতে আপনাদের পরীক্ষার ফলাফল খারাপ হবে। এছাড়াও এবছর যাদে কোন ভাবে এস.এস.সি ও সমমানের প্রশ্নপত্র ফাঁস হতে না পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। স্বরস্বতী পূজার কারণে আগামী ১ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য এবার ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

Check Also

জেলার শীর্ষ শিক্ষাদস্যু প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল গনির বিরুদ্ধে দুর্নীতি পাহাড়!

জস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আবদুল গনি জেলার শীর্ষ শিক্ষাদস্যু হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।